আকমল হোসেনের বিজয়ে লন্ডনে আনন্দসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২, ৭:২৫:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ সভার আয়োজন করে যুক্তরাজ্যস্থ জগন্নাথপুরবাসী।
পূর্ব লন্ডনের ব্রিকলেনে বুধবার, ২ নভেম্বর সন্ধ্যায় জগন্নাথপুরবাসীর সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি, আওয়ামী লীগ নেতা মল্লিক শাকুর ওয়াদুদ। যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বক্তব্য রাখছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশুক ইবনে আনিস, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়াদ। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শেখ আবুন নুর, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য আশরাফুল ইসলাম, লন্ডন আওয়ামী লীগ সহ সভাপতি সফিক আহমদ, ময়নুল হক, প্রবাস কল্যাণ সম্পাদক ইউসুফ কামালী, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, আওয়ামী লীগ নেতা আংগুর আলী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সেলিম রহমান, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহ সভাপতি আব্দুল আহাদ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, মাহমুদ আলী, যুক্তরাজ্য কৃষকলীগের আহবায়ক সৈয়দ তারেক, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য কামরুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুবনেতা তফজ্জুল হোসেন, শুয়েব আহমেদ, ময়নুল হক, রাশেদ আহমদ প্রমূখ।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ।
সভায় প্রবাসী জগন্নাথপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকমল হোসেনের পুত্র মাহবুব হোসেন। বক্তারা বলেন, তৃণমুল থেকে বেড়ে ওঠা আকমল হোসেন এর বিজয় মানে জগন্নাথপুরের মানুষের বিজয়। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি