৮ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র ১৩তম জাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২, ১২:৫০:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডনে আগামি ৮ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র (Who’s Who) ১৩ তম প্রকাশনা ও এওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠবে লন্ডনের অভিজাত ভ্যানু মেরিডিয়ান গ্র্যান্ড হলে।
৩১ অক্টোবর সোমবার বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বাংলামিডিয়ার অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩তম আসরকে সামনে রেখে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রথমেই হুজহুর পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার আনোয়ার বাবুল উপস্থিত সাংবাদিকবৃন্দকে স্বাগত জানান।
পরে এওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহুর প্রতিষ্ঠাতা ও বাংলা মিরর এর সম্পাদক আব্দুল করিম গণি। তিনি বলেন নতুনত্ব নিয়েই প্রতিবছর এই প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান করে আসছি। হুজহুর ২০২২ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে মিডিয়া, সমাজ সেবা , সিভিল সার্ভিস, ব্যবসা, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীরা।
তিনি আরো বলেন বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহ ‘র ধারাবাহিক প্রয়াস এটি। এ প্রকাশনার দীর্ঘ ১২ বছর অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ শুধু সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয় বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন ও সৃষ্টিশীল মহৎ কাজে প্রেরণা যোগাবে।
এসময় তিনি আরও জানান কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কয়েকটি ক্ষেত্রে সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে ৮ নভেম্বর হুজহু’র জমকালো এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে সফল করতে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি Who’s Who প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ বাংলাদেশিদের মাঝে চমৎকার অপ্রকাশিত প্রতিভা রয়েছে। Who’s Who ব্রিটিশ বাংলাদেশীদের বিকশিত প্রতিভার দ্বারা অর্জিত সাফল্যের প্রশংসা করার জন্য একটি বেঞ্চমার্ক তৈরি করেছে।
হুজহু’র এই মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, লন্ডন টি একচেঞ্জের সিইও আলিউর রহমান, হুজহু’র নির্বাহী সম্পাদক সোহানা আহমদ, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক এনাম চৌধুরী প্রমুখ।
হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠানে স্পন্সর হিসেবে রয়েছে -প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যানশিয়াল সার্ভিস , ড্রিম স্প্রা, লন্ডন টি এক্সচেন্জ, এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইস এন্ড ডেড লিমিটেড, এন আর বি হলিডে রিসোর্টস , জেএমজি এয়ার কার্গো, ব্লুস্টোন ফাইন্যান্স, এপেক্স একাউন্টেন্সি, পার্পল আই, ইউরোএশিয়া ফুড সার্ভিস, ইউনি সফ্ট। আরও সহযোগিতায় আছে – সিটিগেইট একাউন্টেট, ইবকো, মীরা গার্ডেন হোটেল, এপিজি প্রপার্টি, ব্রিট বাজার, এবল কেয়ার, প্রিয়, ইভারেড কন্সট্রাকশন ও রেসকিউ এইড।