পাবনায় আট দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২২, ৭:৩০:৩৪ অপরাহ্ন
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে পাবনার বীরমৃুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও পায়রা অবমুক্তের মাধ্যমে পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন।
অল ইন অন প্লাটফরমের চিফ এডমিন নাজনিন খান কেয়া‘র সভাপতিত্বে অল ইন অন প্লাটফরমের উদ্যোগে আয়োজিত এই মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন, অল ইন অন প্লাটফরমের এডমিন জামিল আহমেদ, তারুণ্যের অগ্রযাত্রার কর্ণধার জোবায়ের খান প্রিন্স।
বার্তা সংস্থা পিপ’র তথ্যানুসারে, আট দিনব্যাপী উদ্যোক্তা মেলায় ৫১ টি বিভিন্ন ধরণের স্টল রয়েছে। গত বছর একই স্থানে মেলায় ৪৬ টি স্টল ছিল। এবারের মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটছে বলে আয়োজকরা জানান। -বিজ্ঞপ্তি




