মৃত্যু ৪, নতুন আক্রান্ত ১১৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২২, ৭:০৪:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের।
রোববার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৩ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।