মারাত্মক আক্রমণের শিকার মার্কিন স্পিকার পেলোসির স্বামী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২২, ১০:১৯:২৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে সহিংস আক্রমণের শিকার হয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে পেলোসির কার্যালয় থেকে।
বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাকে ভালভাবে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে।
হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এমন একটি সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যও পেলোসি সবাইকে অনুরোধ জানান বলে জানিয়েছেন তার মুখপাত্র।




