যুক্তরাজ্য: সিলেট মিডিয়া কর্পোরেশনের মতবিনিময় সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২২, ৫:৩২:৫৯ অপরাহ্ন
সিলেট মিডিয়া কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের লোটন শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কালাম লুলু’র সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসন তথা ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ অঞ্চলের সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সৃষ্টিই করা হয়েছে একে অপরের কল্যাণ করার জন্য। প্রতিমুহূর্তে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সম্প্রসারিত করা দরকার। তিনি বলেন, সামাজিক সংগঠন কখনোই ব্যক্তিগত নয় তার প্রমাণ রেখেছেন সিলেট মিডিয়া কর্পোরেশন। তাই সকলের সমন্বিত প্রচেষ্টায় শত বাধাবিপত্তি অতিক্রম করে আজ এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে এই সংগঠনটি।
ব্যারিস্টার মোস্তাকিম বলেন, বিপদে-আপদে একে অন্যের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্যেই এই সংগঠনের সৃষ্টি। তিনি ফেঞ্চুগঞ্জের অন্যতম উদাহরণ সৃষ্টিকারী সিলেট মিডিয়া কর্পোরেশনের সমাজ কল্যাণে নিবেদিত প্রাণপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের প্রয়োজনে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডিয়া করপোরেশন এর সিনিয়র উপদেষ্টা বাঙালি কমিউনিটির সুপরিচিত ব্যক্তি ওলী খাঁন এম বি ই, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি শাহ ফজলুর রব সোহেল, মোজাম্মেল হক সুনাম, জিবুল আহমেদ, মিডিয়া করপোরেশন এর সিনিয়র উপদেষ্টা বদরুল ইসলাম রাজা, আব্দুল মান্নান, আব্দুর রকিব চৌধুরী, ফজলুর রহমান, শিপন আহমদ, আব্দুল হক, পিন্টু প্রমুখ। এছাড়া কনফারেন্স কলে ছিলেন সংগঠনের সেক্রেটারি ফ্রান্স প্রবাসী এম আলী হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক কাজ করার মাধ্যমে সংগঠনটি সিলেট জেলায় মানবতার ফেরিওয়ালা সংগঠন হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। এ ধরনের মানবিক কাজ করা যেন নিয়মিত কাজের অংশ সিলেট মিডিয়া কর্পোরেশনের। তাই অসহায় মানুষের আস্থার প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে সিলেট মিডিয়া কর্পোরেশন।-বিজ্ঞপ্তি