৩ দিন আগে চিপস কিনতে গিয়ে নিখোঁজ মেয়েটির বস্তাবন্দী লাশ উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ১০:০২:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: তিন দিন আগে চিপস কিনতে গলির মাথার দোকানে গিয়ে নিখোঁজ হয়েছিল বর্ষা নামে সাত বছরের শিশু মেয়েটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার শিকদার হোটেলের পাশের গলিতে বড় নালা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় কুসুমকুমারী বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বর্ষা ওই এলাকাতেই থাকত পরিবারের সঙ্গে। তার বাবা আব্দুল হক, মা ঝর্ণা বেগম। তাদের ছয় মেয়ের মধ্যে সবার ছোট বর্ষা।
সোমবার বিকালে শিকদার হোটেলের পাশের গলির শাওন ভবনের নিচতলায় নিজেদের বাসা থেকে বেরিয়েছিল বর্ষা। এরপর থেকে আর তার খোঁজ না পেয়ে কোতোয়ালি থানায় মঙ্গলবার সাধারণ ডায়েরি করেছিল পরিবার।
বৃহস্পতিবার বিকালে নালায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি নালা থেকে তুলে আনে।
বর্ষার বড় বোন বলেন, “সেদিন (সোমবার) বিকেলে মা বাসায় ছিল। বর্ষা মার কাছ থেকে ১০ টাকা নেয়, চিপস খাবে বলে। বের হওয়ার ৪০ মিনিট পরও বাসায় না ফিরলে মা বের হয়ে খুঁজতে থাকেন। না পেয়ে আমাদের ফোন করেন।
“এরপর আমরা অফিস থেকে আসি। পরে এলাকায় মাইকিং করি। তারপর আশেপাশের এলাকায় যাই। তখন রাত ১০টা। কিন্তু আর খুঁজে পাইনি।”
কান্নায় ভেঙে পড়ে রুবি বলেন, “আমার বোন সবার সাথে মিশত, খেলত। ও খুব চঞ্চল ছিল। আমাদের গলির ভিতর বাচ্চাদের সাথে খেলত। কে (খুন) করল তাকে আমরা দেখতে চাই।’’