দেশে বিদ্যুতের উৎপাদন কম জ্বালানি সংকটের কারণে: বিশ্বব্যাংকের প্রতিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৮:৫৫:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সরবরাহ হ্রাস ও উৎপাদন কম হওয়ায় জ্বালানির দাম হু-হু করে বেড়ে গেছে। কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।
অনেক দেশ উচ্চমূল্য দিয়ে আমদানি করতে পারছে না দাম বাড়ার কারণে। ফলে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কিছু দেশ বিদ্যুৎ উৎপাদনে কাটছাঁট করেছে।
গ্রাহকদের বিদ্যুতের জোগান নিশ্চিত করতে পারছে না তারা চাহিদা অনুযায়ী। এমনকি গৃহসামগ্রীর কাজে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছে।
উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানিনির্ভর শিল্প প্রতিষ্ঠানগুলোতে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। যার প্রভাবে আগামীতে অর্থনৈতিক মন্দা আরও জেঁকে বসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বুধবার রাতে বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ওয়ার্ল্ড কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এ আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে।
এতে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের উৎপাদন ও দাম সম্পর্কে ২০২৪ সাল পর্যন্ত আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে।
তারা বলেছে, ২০২১ সালের তুলনায় বিশ্বে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। চলতি বছরে আরও কিছুটা বাড়তে পারে। তবে আগামী বছরে অর্থনৈতিক মন্দার কারণে চাহিদা কমবে। এ কারণে বেশ কিছু পণ্যের দাম কমে আসবে। তবে জ্বালানিনির্ভর পণ্যের দাম বেড়ে যাবে। এর মধ্যে কৃষি উপকরণের বিভিন্ন ধরনের সার, শিল্পের কাঁচামাল, চাল, অন্যান্য কৃষিপণ্যের দাম বাড়বে। কমবে জ্বালানি, গম, ভোজ্যতেলের দাম।




