ব্যারিস্টার এনামুল কবিরকে হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ১:১২:৩৮ অপরাহ্ন
সুনামগজ্ঞ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগজ্ঞ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করেছে তা বিশ্বব্যাপী প্রশংসিত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি , শিল্প, যোগাযোগ এমন কোন খাত নেই যেখানে শেখ হাসিনার যাদুকরি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার নেতৃত্বে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সমুদ্র জয় করেছি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা সকল প্রবাসীদের কাছে তুলে ধরতে হবে।
২৬ অক্টোবর বুধবার হিথ্রো বিমান বন্দরে নেমেই উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রমিকলীগের আহবায়ক ড. সামসুল হক চৌধুরী, শ্রমিকলীগের সহ সভাপতি আবু বক্কর খাঁন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবলীগের সহ সভাপতি কামরুজ্জামান সাকলাইন, শরীফ উল্লাহ , আবু হেলাল ,কাজী সিপলু, পীর ফয়সল, কাজী এনাম,আল নাহিহান চৌধুরী , ফাত্তাহুর রহমান সিপন, নজরুল ইসলাম ,সুমন আহমদ সহ অনেকে।-বিজ্ঞপ্তি