লংমার্চের ডাক ইমরান খানের আবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২২, ১১:২৮:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: আবার লংমার্চের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে, যার নাম দেয়া হয়েছে ‘হাকিকি আজাদি মার্চ’বা ‘প্রকৃত স্বাধীনতার মার্চ’।
আগামী শুক্রবার (২৮ অক্টোবর) লাহোরের লিবার্টি চক থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করবে ইমরানের লং-মার্চ।
মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান পদযাত্রা শুরুর তারিখ ঘোষণা করে বলেন এই লং-মার্চ ঐতিহাসিক হতে চলেছে কারণ প্রকৃত স্বাধীনতার জন্য আমাদের এই লংমার্চ এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তিনি বলেন, শুক্রবারের মার্চ হবে ক্ষমতার লড়াই এবং পাকিস্তানের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রাম।
ইমরান খান বলেন, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমরা আইন ভাঙব না কিংবা রেড জোনে প্রকাশ করব না। আদালত আমাদের যেসব শর্তে অনুমতি দিয়েছেন, তা মেনেই ইসলামাবাদে কর্মসূচি পালন করা হবে। কোনো বিঘ্ন ঘটলে ওপার থেকে হবে, আমাদের পক্ষ থেকে নয়। আমরা বিপ্লবের লক্ষ্যে আছি। আমরা কোনো দুষ্টুমি করার জন্য ইসলামাবাদে যাচ্ছি না। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নির্দেশনা দিয়েছি।
পিটিআই নেতারা জানিয়েছেন, লাহোর-ইসলামাবাদ ৩৭৮ কিলোমিটারের এই লংমার্চ কবে শেষ হবে বলা মুশকিল।
এদিকে, ক্ষমতাসীন দল পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ অভিযোগ করেছেন যে লংমার্চ বিপ্লব ঘটাতে নয় বরং ইমরানের পছন্দের পরবর্তী সেনাপ্রধান নিয়োগের জন্য পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, জনগণ তার চার বছরের শাসনে তার বিপ্লব দেখেছে, বিদেশী তহবিল এবং তোশাখানা রেফারেন্সের পরে পিটিআই প্রধান অকাট্য প্রমাণ সহ ইতিহাসের সবচেয়ে ‘বড় চোর’ হিসাবে প্রমাণিত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার ইমরান খানের ইসলামাবাদে লংমার্চ অবিলম্বে বন্ধ করার জন্য শাহবাজ শরীফের সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বিপরীতে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল সরকারকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।
এরআগে, শাহবাজ শরীফের সরকার রাজধানীতে লংমার্চ করার জন্য পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার আবেদন করে।
পিটিআইয়ের লংমার্চের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামাবাদ পুলিশ।
ইসলামাবাদ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লংমার্চ ভেন্যুতে পুলিশের দুই উপ-মহাপরিদর্শক, চার সিনিয়র পুলিশ সুপার এবং ১১ জন পুলিশ সুপারসহ মোট ১৩ হাজার কর্মকর্তাকে মোতায়েন করা হবে। ত্রিশজন সহকারী পুলিশ সুপার ও ডেপুটি সুপারিনটেনডেন্টকেও পদায়ন করা হবে। বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তাদের জন্য অস্ত্রও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বিপুল পরিমানে কন্টেইনার প্রস্তুত রাখা হয়েছে,
উল্লেখ্য, চলতি বছর ২৫ মে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছিলো ইমরান খানের দল পিটিআই। তবে কর্মসূচি সহিংস রূপ নিলে মাঝপথে তা স্থগিত করেন ইমরান। সূত্র: ডন