যুক্তরাজ্য: কেন দরকার ঋষি সুনাককে, বুঝিয়ে দিলেন জেরেমি হান্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২২, ৩:২২:৩৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: জেরেমি হান্ট, চ্যান্সেলর, ডেইলি টেলিগ্রাফে একটি নিবন্ধে বুঝিয়ে দিলেন কেন তিনি ঋষি সুনাককে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন করছেন।
হান্ট বলেছেন:
আমাদের পাবলিক ফাইন্যান্স, বাজারের বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক খ্যাতি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে, আমাদের এমন একজন নেতার প্রয়োজন যাকে ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করার জন্য বিশ্বাস করা যেতে পারে। আমাদের এমন একজনেরও প্রয়োজন যিনি এই পছন্দগুলো জনসাধারণের কাছে ব্যাখ্যা করতে পারেন যারা চাকরি, বন্ধকী ব্যাপারগুলো এবং সরকারী পরিষেবা নিয়ে চিন্তিত৷
এসবের জন্যে আমাদের একজন নেতা আছেন- তিনি ঋষি সুনাক।
উল্লেখ্য, সুনাক প্রধানমন্ত্রী হলে হান্টকে ট্রেজারিতে রাখবেন বলে আশা করা হচ্ছে।