দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় আসছে: শামীম ওসমান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২২, ৯:২৩:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘অক্টোবর থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত কোনো কোন্দল নয়, একতাবদ্ধ থাকেন। কারও ওপর আঘাত হলে যেন সবাই জেগে উঠি। নেত্রকোনায় কিছু হলেও যেন নারায়ণগঞ্জ জেগে ওঠে। দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় আসছে।’
বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া আসবেন, ১১ তারিখ নাকি তারেক রহমান আসবেন। ঘোড়ার ডিম আসবে। যেদিন ঘোড়া ডিম পাড়বে, সেদিন তাঁরা আসবেন। শুক্রবার ২১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সম্মেলন ঘিরে অনেক পত্রিকা লেখালেখি করছে শামীম ওসমান প্রার্থী। মেসেজ ক্লিয়ার, আমি কোনো প্রার্থী না। আমি শেখ হাসিনার সৈনিক। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান। জাতির পিতার কন্যার যে স্নেহ পেয়েছি, সেটাই সবচেয়ে বড় পাওয়া।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের বিএনপির ভাইদের একটা কথা বলতে চাই। ২০০১ থেকে করা সব অত্যাচার ভুলে যেতে চাই। আপনাদের নফল নামাজ পড়া উচিত। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী, নয়তো আপনাদের কী অবস্থা হতো আপনারা জানেন না। নারায়ণগঞ্জের (বিএনপির) বাচ্চা ছেলেরা যে ভাষায় বক্তব্য দিচ্ছে, এটা ভালো হচ্ছে না। আমাদেরও তরুণ কর্মী আছে। তাদের রক্ত গরম। কতক্ষণ আটকে রাখব? আপনারা কী ভাবেন মানুষ এগুলোর জন্য আপনাদের বাহবা দেয়? তাদের বাপ-মা খারাপ দেখেই এমন কথা বলছে। সমালোচনা করবেন করেন, এ সমস্ত নোংরা কথা বলবেন না।’
মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, তাঁর গাড়িতে বিএনপির সন্ত্রাসীরা থাকে বলে অভিযোগ রয়েছে। সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘অক্টোবর থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত কোনো কোন্দল নয়, একতাবদ্ধ থাকেন। কারও ওপর আঘাত হলে যেন সবাই জেগে উঠি। নেত্রকোনায় কিছু হলেও যেন নারায়ণগঞ্জ জেগে ওঠে। দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় আসছে।’