আংশিক সূর্যগ্রহণ ২৫ অক্টোবর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২২, ১২:১৮:০৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সূর্য, চাঁদ, পৃথিবী সব এক সরলরেখায় আসবে বলে আগামী ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ হবে। তবে বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলেই কেবল এটি দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।
তিনি আরও জানান, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে।
সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রাখে, তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছায় না। সূর্যগ্রহণ শুধু অমাবস্যাতেই হয় বলেও জানিয়েছেন তিনি।