মালয়েশিয়ায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২, ১১:৪৯:০০ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শেখ রাসেল দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪ টায় অনুষ্ঠানের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। তার সঙ্গে ছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতারা ও দূতাবাসের কর্মকর্তারা।
আলোচনা সভার শুরুতে শেখ রাসেল, বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধূরী ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।
অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ রাসেল শিশুকাল থেকেই উদার, পরোপকারী, শান্তিপ্রিয় ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবরূপী দানবের হাতে নিষ্পাপ শিশু রাসেলকে প্রাণ দিতে হলো। পাষন্ড বুলেট হয়তো জানে না যে- মানুষের ভালোবাসায় যুগযুগ যারা বেঁচে থাকে, মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না। যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবীর মানচিত্রে বাংলাভাষী মানুষ থাকবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেখ রাসেলও বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে।
হাইকমিশনার মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, সামান্য লাভের আশায় অবৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান। তিনি বলেন, দেশে রেমিটেন্স প্রেরণে সরকারের আড়াই পার্সেন্ট প্রণোদনার পাশাপাশি ইতোমধ্যে সিবিএল ও সিবিএল মানিট্রান্সফার আরো ২% মোট ৪.৫% প্রণোদনার ঘোষণা দিয়েছে।
বর্তমানে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হয়েছে। এ নিয়োগের মাধ্যমে আরো ৫ লাখ কর্মীর এখানে কর্মসংস্থান হবে। হাইকমিশন সে লক্ষ্য নিয়ে কাজ করছে। এ ছাড়া করোনা পরবর্তী সময়ে হাইকমিশন থেকে ৩ লাখ পাসপোর্ট সেবা দেওয়া হয়েছে বলেও হাইকমিশনার মো: গোলাম সারোয়ার তার বক্তব্যে বলেন।
অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনের উপর নির্মিত একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এর আগে ভার্চুয়ালি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের মাঝে বিজয়ী তিনজন শিশু-কিশোরের বক্তব্য ভিডিও চিত্রে দেখানো হয়।
হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, মিনিষ্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মোস্তাক আহমেদ, কাউন্সিলর কন্স্যুলার জি এম রাসেল রানা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব শ্রম এএসএম জাহিদুর রহমানসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে মালয়েশিয়া আওয়ামী লীগের নেতারা শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান কামাল, সহ সভাপতি রাশেদ বাদল,বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ও মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জান মনির, সহ সভাপতি দাতো আক্তার হোসেন, সহ সভাপতি দাতু শ্রী জালাল উদ্দিন সেলিম, সহ সভাপতি হুমায়ূন কবির, মহানগর আওয়ামী লীগের সভাপতি বিএম রাসেল, আব্দুল বাতেন, জাকির হোসেনসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।