হবিগঞ্জ: ডা. মুশফিকের বিজয় যে কারণে তাৎপর্যপূর্ণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২২, ৯:৩৯:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগে মনোনিত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী (ঘাড়া)। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোল্লা আবু নাইম মোহাম্মদ শিবলী খায়ের (আনারশ) পেয়েছেন ৭৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক (চশমা) পেয়েছেন ৪৩ ভোট।
ডা. মুশফিক হুসেন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য।
বিকাল ৫টায় জেলা প্রশাসকের হল রুমে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত জাহান নির্বাচনের বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ১ হাজার ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে।
গত জেলা পরিষদ নির্বাচনেও ডা. মুশফিক হুসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।