মালয়েশিয়ায় ‘সিটি রেমিট’ মোবাইল অ্যাপের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২২, ৪:৫০:৫৫ অপরাহ্ন
হাইকমিশনার মো: গোলাম সারওয়ার এবং সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়া প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
তিনি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে খুবই গুরুত্ব বহন করে।
দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানো জরুরি। এতে প্রয়োজন আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ।’
১৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্টান সিবিএল মানি ট্রান্সফার এসডি এন বিএইডি, মালয়েশিয়ায় ‘সিটি রেমিট’ মোবাইল অ্যাপের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ার পরিচালক ফারুক সোবহান, সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক দাতো গুরচরণ সিং, হাইকমিশনের কাউন্সেলর কন্স্যুলার জি এম রাসেল রানা, সিবিএল মানি ট্রান্সফারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মো: গোলাম সারোয়ার তার বক্তব্যে আরোও বলেন,‘করোনা মহামারির নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।’
‘রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার ওপর সরকার জোর দিয়েছে,’।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
এ ছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্টান সিবিএল মানি ট্রান্সফার এসডি এন বিএইডির, মালয়েশিয়ায় ”সিটি রেমিট” মোবাইল অ্যাপ যোগোপযোগী উদ্যোগ। প্রবাসীদের বৈধ পথে দ্রুত সময়ে টাকা প্রেরণে সহায়ক হবে। সিটি ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাইকমিশনার।
সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘একজন নাগরিককে তার নিজের স্বার্থেই দেশের স্বার্থ-সাফল্য-সুনাম বিবেচনায় রাখা দরকার। মনে রাখতে হবে, কোনো অবৈধ পন্থায়ই ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য সুফল আনে না।’
তিনি জানান, সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। মালয়েশিয়ায় ‘সিটি রেমিট’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
এ ছাড়া সরকারের আড়াই পার্সেন্ট প্রণোদনার পাশাপাশি সি্িব এল থেকে অরোও ২% পার্সেন্ট প্রনোদনা, মোট ৪.৫% প্রণোদনার ঘোষণা দেন তিনি। যা কার্যকর হবে আগামি ২৩ অক্টোর থেকে এবং ২০২৩ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত এ প্রণোদনা চালু থাকবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক মাসরুর আরেফিন বলেন, আপনারা জানেন যে, প্রায় ১ কোটির উপরে প্রাবসি বাংলাদেশী পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং প্রতি মাসে আপনাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশে যাওয়া অব্যাহত আছে, এই রেমিটেন্সের পরিমাণ মাসে গড়ে ১.৮৩ বিলয়ন ইউএস ডলার। যেটা বাংলাদেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি লেনদেন ও পরিমাণ বিবেচনায় দেখা যাচ্ছে, প্রায ৬০ শতাংশ প্রবাসী হুন্ডি বা অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।’
বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশের উন্নয়নে কাজে লাগবে। কাজেই আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান, সামান্য লাভের লোভে অবৈধ কোনো পন্থা অবলম্বন করবেন না।’
তিনি বলেন, মালয়েশিয়া থেকে টাকা পাঠাতে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি, মালয়েশিয়া নিয়ে এসেছে ‘সিটি রেমিট’ মোবাইল অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। ‘সিটি রেমিট’ হলো একটি অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস, যার মাধ্যমে প্রবাসী ভাই-বোন মালয়েশিয়া থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে অর্থ স্থানান্তর করতে পারবেন।
‘সিটি রেমিট’ হলো একটি ক্রস-বর্ডার ব্যাংকিং রেমিট্যান্স চ্যানেল অ্যাপ, যা মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিসহ ৭টির বেশি দেশের প্রবাসীরা ব্যবহার করতে পারবেন, তারা মালয়েশিয়ায় সিবিএল মানি ট্রান্সফারের যেকোন শাখায় গিয়ে অথবা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের দেশে টাকা পাঠাতে পারবেন।
সিবিএল মানি ট্রান্সফার আকর্ষণীয় বিনিময় হার, স্বল্প লেনদেন ফিসহ দ্রুত অর্থ স্থানান্তরের সুযোগ দিচ্ছে। গ্রাহকের লেনদেন এবং ব্যক্তিগত বিবরণ সুরক্ষিত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সব লেনদেন নিরাপদ এবং গোপন রাখা হয়।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক মাসরুর আরেফিন।
সিটি ব্যাংক এবং সিবিএল মানি ট্রান্সফারের সিইও সাঈদুর রহমান ফরাজী বলেন, ২০১৩ সালে আমরা একটা লক্ষ্য নিয়ে মালয়েশিয়াতে আসি। সেটা হলো, প্রত্যেক বাংলাদেশী প্রবাসী ভাই এবং বোন মালয়েশিয়ার যেখানেই যে পেশায়ই নিয়োজিত আছেন, তাদের কাছে রেমিটেন্স সেবা পৌঁছে দেয়া।
অদ্যাবধি ১৫ টি শাখার মাধ্যমে আমরা শুধুমাত্র মালয়েশিয়ার ১৫ টি স্থানের প্রবাসীদের সেবা প্রদান করতে পারছি, যা সত্যিকার অর্থে অপ্রতুল। কারন মালয়েশিয়ার প্রত্যেক এলাকাতেই প্রবাসীরা কম-বেশি অবস্থান করেন। যেহেতু শাখা অফিস খুলে সকলের নিকট রেমিটেন্স সেবা পোঁছানো সম্ভব হচ্ছে না, তাই আমাদের এই ডিজিটাল সার্ভিস এর প্রয়াস।
তিনি বলেন,সিটি রেমিট’ দিয়ে যে কোনো প্রবাসী গ্রাহক তাঁর মালয়েশীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ পিকআপ, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে তাঁর দেশে তাৎক্ষণিক ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন।
তাদের অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে এবং শুধুমাত্র প্রথম বার ফেস টু ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে ঘরে বসেই নিজেদের দেশে অর্থ স্থানান্তর করতে পারবেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশির সংখ্যা প্রায় ১০ লাখ। মালয়েশিয়া থেকে বৈধপথে বছরে গড়ে প্রায় ২ শ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে বাংলাদেশে।