কয়েক মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২২, ১০:১৫:০৪ অপরাহ্ন
আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে সময় ৩১ ঘন্টা থেকে কমে ১০ ঘন্টায় দাঁড়াবে
অনুপম নিউজ ডেস্ক: আগরতলা-আখাউড়া রেল রুটের মাধ্যমে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সংযুক্ত হচ্ছে ভারত ও বাংলাদেশ।
মঙ্গলবার ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) ডিভিশনাল ম্যানেজার জেএস লাকরা এ কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, আগরতলায় সাংবাদিকদের কাছে ওই কর্মকর্তা আরও বলেছেন, রেলওয়ে সংযুক্তিকে সমৃদ্ধ করে রেলসেবা উন্নত করাই আমাদের সর্বাধিক অগ্রাধিকার। গত কয়েক বছরে রেলওয়ে ট্রাক এবং অবকাঠামোর উন্নতি করা হয়েছে। এর ফলে বাড়তি ট্রেন সার্ভিসের দিকে দৃষ্টি পড়েছে। আগরতলা-আখাউড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্প অগ্রগতির পর্যায়ে রয়েছে এবং কয়েক মাসের মধ্যে এর কাজ শেষ হবে।
এই রেলপথ চালুর পর আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে সময় ৩১ ঘন্টা থেকে কমে ১০ ঘন্টায় দাঁড়াবে। ইন্দো-বাংলা রেলওয়ে লাইন বাংলাদেশের আখাউড়ার সঙ্গে সংযুক্ত হবে নিশ্চিন্তপুরে আন্তর্জাতিক ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে। দুই দেশই এই রেল প্রকল্প নিয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করে ২০১৩ সালে।
এর আগে বৃটিশ আমলে আখাউড়ার সঙ্গে আগরতলার রেল সংযোগ ছিল।
এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।