বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২২, ৫:৩৯:২৯ অপরাহ্ন
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা রোববার (৯ অক্টোবর) পূর্ব লন্ডনের একটি হলে ট্রাস্ট সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় সভার শুরুতে সদ্য মুত্যুবরণকারী ট্রাস্টের সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন ট্রাস্টের যুগম সাধারণ সম্পাদক আলী বেবুল। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল সফিক।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন ট্রাস্টের ব্যবস্হাপনা কমিটির সহসভাপতি মোহাম্মদ সওয়াফ উদ্দিন, জাহিদুর রহমান, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন, সমাজকল্যাণ সম্পাদক জুবের আহমদ, অফিস সম্পাদক আমিনুর রহমান সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, পরিচালক বদরুল ইসলাম সহিদ, শামীম আহমদ, কাউন্সিলর কবির হোসেন।
সভায় ট্রাস্টের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক হুইপ মোঃ সেলিম উদ্দিন, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাজিদুর রহমান, মাসুম হোসেন, নুরুল ইসলাম, মামুন রশীদ, কাউন্সিলর কামরুল ইসলাম, খয়রুল আলম, মাহমুদ হোসেন সেলিম, নুরুজ্জামান ও জবলু উদ্দিন।
সভায় বক্তারা বিগত বন্যার সময় ট্রাস্টের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম, রমজান মাসে ঈদ উপহার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন ধরণের মানবিক কর্মসূচী বাস্তবায়নের জন্য বর্তমান কমিটির সক্রিয় ভূমিকার জন্য অশেষ ধন্যবাদ জানান।
সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবের অনুমোদন করা হয়।
সভায় ট্রাস্টের অন্যতম পরিচালক কবির হোসেন ও সংগঠনের অপর ২ জন সদস্য কবির মাহমুদ ও কামরুল হোসেন রেড ব্রীজ ও টাওয়ার হ্যামলেটস বারা থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।-বিজ্ঞপ্তি