সিলেট: আশ্বিনের শেষে শ্রাবণের বৃষ্টি, বৈশাখের বজ্রপাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২২, ২:৪৯:৩৯ অপরাহ্ন
ছবি: হোসেন চৌধুরী
সিলেট অফিস: প্রায় ৩০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর থেকে একটানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন স্থানে। সকাল ৯টা পর্যন্ত ৪৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আজ আশ্বিন মাসের ২৬ তারিখ। আর চার দিন পর হেমন্তের শুরু, শরৎকালের শেষ হবে। কিন্তু দিনভর বৃষ্টি, আকাশ মেঘলা, যেনবা শ্রাবণের দিন। ওদিকে বজ্রপাত বোঝায় যেনবা এখন বৈশাখ মাস।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে সিলেটে বৃষ্টি নামছে। এই বৃষ্টি আরও ২/১ দিন থাকতে পারে।
‘আকাশ জুড়ে মেঘ করেছে/সুয্যি গেছে পাটে’। শিবগঞ্জ, সিলেট। ছবি: হোসেন চৌধুরী
এদিকে টানা বৃষ্টির কারণে সিলেটের জীবনযাত্রা থমকে গেছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। পাশাপাশি রাস্তাঘাটেও যানবাহনের চলাচল কম। অনেক বাসাবাড়ির উঠানেও পানি জমেছে।
এদিকে, সকালে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের বদরুল শাহ আরেফিন মারা গেছেন। টানা বৃষ্টির কারণে এশিয়া কাপের খেলাও হয়নি।



