ফেঞ্চুগঞ্জ: চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২২, ৭:০০:৫৫ অপরাহ্ন
সুফিয়ানুল করিম চৌধুরী
সিলেট অফিস : সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী আজ ১০ অক্টোবর সোমবার সকাল সোয়া দশটায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ ফেঞ্চুগঞ্জের করিমপুর গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। তাঁর জানাজার নামাজ আজ রাত ৮ টা ৩০ মিনিটের সময় ২ নং মাইজগাঁও ইউনিয়ন কার্যালয়ের পাশে হাঁটুভাঙ্গা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
গ্রামের বাড়িতে সুফিয়ানুল করিম চৌধুরীর মরদেহ
সাবেক কৃতি ফুটবলার তিন বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত সুফিয়ানুল করিম চৌধুরী দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি ভারতেও চিকিৎসা নিয়েছিলেন। রোববার (০৯ অক্টোবর) রাতে তার শারীরিক অবস্থার অবনিত হলে সিলেট নগরের একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
সুফিয়ানুল করিম চৌধুরীর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল লেইছ চৌধুরী, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিতসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।



