গরিব দেশগুলোকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২২, ১১:১৩:২৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী খাদ্য সংকট কাটিয়ে উঠতে গরিব দেশগুলোকে সাহায্য করতে আগ্রহী রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ কথা বলেছেন।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।
পুতিন বলেন, আমরা বিশ্বব্যাপী খাদ্য সমস্যা কাটিয়ে উঠতে এবং দরিদ্র, উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমাদের নিজস্ব অবদান রাখতে প্রস্তুত। তিনি বলেন, আমরা মানুষের প্রয়োজনীয় মৌলিক পণ্যগুলোর সাথে অভ্যন্তরীণ বাজারে সম্পূর্ণরূপে সরবরাহ করি, আমরা খাদ্য নিরাপত্তার সমস্যাগুলো সফলভাবে সমাধান করছি এবং আমরা রপ্তানির সুযোগ বাড়াচ্ছি।
পুতিন উল্লেখ করেন- কৃষি শিল্প রাশিয়ান অর্থনীতির অন্যতম প্রধান খাত, যা বছরের পর বছর বিশ্বাসযোগ্য ফল প্রদর্শন করে । তিনি আরও বলেন, এ বছর শস্যের ফলন রেকর্ড-ব্রেকিং হবে বলে আশা করা হচ্ছে, প্রায় ১৫০ মিলিয়ন টন, যার মধ্যে ১০০ মিলিয়ন টন গম রয়েছে।
এদিকে রুশ কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে ৩০ মিলিয়ন টন পর্যন্ত শস্য রপ্তানি বাড়াতে প্রস্তুত রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন যে রাশিয়ার উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার কারণে, কৃষি উৎপাদনকারীরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তবে রাশিয়া যখন কৃষি খাতে প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জন করে এই সমস্যাগুলো কাটিয়ে উঠেছে।
পুতিন বারবার পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে সতর্ক করেছেন, পরিস্থিতি বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে।
পুতিন উল্লেখ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানি করার জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় একটি চুক্তির অধীনে উন্নয়নশীল দেশগুলোতে বিতরণ করার অনুমতি দেয়া হয়েছিল। তবে এর পরিবর্তে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বন্দর ছেড়ে যাওয়া ২০৩টি জাহাজের মধ্যে মাত্র চারটি দরিদ্রতম দেশে গিয়েছে।