বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে দবির চাচা ও এভারেস্ট জয়ী আকি রহমানকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২২, ১১:৩৯:২৪ অপরাহ্ন
বৃটেনের বাঙ্গালী কমিউনিটির অন্যতম গৌরব কবি দবিরুল ইসলাম ওরফে শতবর্ষী দবির চাচা, বৃটেনের প্রথম মুসলিম এভারেস্ট জয়ী আখলাকুর রহমান ওরফে আকি রহমান এবং বৃটেনের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল এস-এর জনপ্রিয় টিভি উপস্থাপক ফারহান মাসুদ খান বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ৮ অক্টোবর শনিবার।
হাসপাতালের কনফারেন্স হলে বিকাল ৪ টায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল সিইও এন্ড এমডি এম সাব উদ্দিনের সভাপতিত্বে ও হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খানের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সভাপতি বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল
হাসপাতালের সমন্বয়ক জাকির হোসেন খান, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আফাজ উদ্দিন, লায়ন্স ক্লাব বিয়ানীবাজার শাখার সাবেক সভাপতি ও পরিচালক সঞ্জিব কর ও কোষাধ্যক্ষ শামীম আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আতিক চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক জিল্লুল রহমান, বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুতফুর রহমান, চ্যানেল এস-এর চিফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জল প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা ও এতদঞ্চলের সর্বস্তরের মানূষের চিকিৎসা সেবার এক নতুন দুয়ার উন্মোচিত হওয়ায় হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথিবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে অভিভূত হোন এবং তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, অতি শীঘ্রই সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় ও ভালোবাসায় এই মানবিক প্রতিষ্ঠানটি একটি পূর্নাঙ্গ ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে রূপান্তরিত হবে।



