আসছে বড় বৈশ্বিক মন্দা: আইএমএফ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২২, ১১:৪৯:১৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী ২০২৬ সাল পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাব্য যে হার নির্ধারণ করেছিল, বাস্তবে তা অনেক কম হওয়ায় একটি বড় বৈশ্বিক মন্দার আশঙ্কা করছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এ আশঙ্কার কথা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি বলেন, চলতি বছরের শুরুতে আমরা আগামী ২০২৬ সাল পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, বাস্তব বৈশ্বিক পরিস্থিতির কারণে তা এ পর্যন্ত তিন বার কমাতে হয়েছে। বিভিন্ন দেশ মহামারির প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার পর চলতি বছরের শুরুতে আমাদের আশা ছিল, আগামী ২০২৩ সালের মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধির হার হবে অন্তত ৩ দশমিক ২ শতাংশ। কিন্তু গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতিতে আমরা এই লক্ষ্যমাত্রা তিনবার সংশোধন করেছি। এখন আমরা ধারণা করছি, আগামী বছরের শুরুতে প্রবৃদ্ধির হার থাকবে ২ দশমিক ৯ শতাংশ।
𝔾𝕖𝕠𝕣𝕘𝕚𝕖𝕧𝕒 𝕤𝕒𝕚𝕕 𝕥𝕙𝕖 𝕠𝕦𝕥𝕝𝕠𝕠𝕜 𝕗𝕠𝕣 𝕥𝕙𝕖 𝕘𝕝𝕠𝕓𝕒𝕝 𝕖𝕔𝕠𝕟𝕠𝕞𝕪 𝕨𝕒𝕤 “𝕕𝕒𝕣𝕜𝕖𝕟𝕚𝕟𝕘” 𝕘𝕚𝕧𝕖𝕟 𝕥𝕙𝕖 𝕤𝕙𝕠𝕔𝕜𝕤 𝕔𝕒𝕦𝕤𝕖𝕕 𝕓𝕪 𝕥𝕙𝕖 ℂ𝕆𝕍𝕀𝔻-𝟙𝟡 𝕡𝕒𝕟𝕕𝕖𝕞𝕚𝕔, ℝ𝕦𝕤𝕤𝕚𝕒’𝕤 𝕚𝕟𝕧𝕒𝕤𝕚𝕠𝕟 𝕠𝕗 𝕌𝕜𝕣𝕒𝕚𝕟𝕖 𝕒𝕟𝕕 𝕔𝕝𝕚𝕞𝕒𝕥𝕖 𝕕𝕚𝕤𝕒𝕤𝕥𝕖𝕣𝕤 𝕠𝕟 𝕒𝕝𝕝 𝕔𝕠𝕟𝕥𝕚𝕟𝕖𝕟𝕥𝕤, 𝕒𝕟𝕕 𝕚𝕥 𝕔𝕠𝕦𝕝𝕕 𝕨𝕖𝕝𝕝 𝕘𝕖𝕥 𝕨𝕠𝕣𝕤𝕖.
বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে মন্দাভাব শুরু হয়েছে এবং দিন দিন তার ঝুঁকি বাড়ছে। আমরা দেখছি, একদিকে ডলারের মূল্য বাড়ছে, আবার অন্যদিকে জ্বালানি তেলের বাজারে ইতোমধ্যে মন্দা শুরু হয়ে গেছে। তেলের দাম কমতে থাকলেও ডলারের মূল্য বেড়ে যাওয়ায় অনেক দেশ তেল কিনতে পারছে না।
আগামী ২০২৬ সালের মধ্যে বৈশ্বিক উৎপাদন কমবে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ এবং এই ঘাটতি খুব দ্রুত পূরণ সম্ভব হবে বলে মনে হচ্ছে না বলেও শঙ্কা প্রকাশ করেছে আইএমএফের এই কর্মকর্তা।




