দেশে প্রবাসীদের হয়রানি মেনে নেয়া যাবে না: এমপি হাবিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২২, ১:০৩:১১ অপরাহ্ন
হাসান চৌধুরী: সিলেট-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রবাসীরা আমাদের অহংকার, তাদের কষ্টাজিত অর্থ দুর্ভোগে, দু:সময়ে দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে মানবিক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন। প্রবাসীদের প্রতি আমাদের যথার্থ সন্মান জানাতে হবে। দেশের মাটিতে প্রবাসীদের প্রতি হয়রানী মেনে নেয়া হবে না।
১ অক্টোবর ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রকুমার নাথ, বর্তমান অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী হাজী লুদু মিয়া, জুবেদ আহমেদ চৌধুরী শিপু, মানিকুজ্জামান মিরন, রুকুনুজ্জামান চৌধুরী, টিপু সুলতান।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ১ হাজার টাকা করে ১ হাজার পরিবারকে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের অনুদান বিতরন করা হচ্ছে।

