ব্রিটেনে ২০ ও ৫০ পাউন্ড পুরান নোট চালু থাকার শেষ দিন ৩০ সেপ্টেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮:২৫ অপরাহ্ন
লন্ডন অফিস : আগামীকাল ৩০ সেপ্টেম্বর। ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে ২০ ও ৫০ পাউন্ডের পুরান দুটি কাগুজে নোট চালু থাকার শেষ দিন। ১ অক্টোবর থেকে এসব নোটের পরিবর্তে পলিমারের তৈরি নতুন নোট ব্যবহার করা হবে।
এ কারণে ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট ফেরত নেওয়ার বড় ধরনের ধাক্কা সামলাতে জোর প্রস্তুতি নিয়েছে দেশটির পোস্ট অফিসগুলো।
অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের ছবি সম্বলিত ২০ পাউন্ডের নোট এখনো ৫ বিলিয়ন পাউন্ড বাজারে রয়ে গেছে। একই সাথে ৫০ পাউন্ডের নোট ৬ বিলিয়ন এখনও বাজারে আছে।
ব্যাংক অব ইংল্যান্ডে ২৫০ মিলিয়ন ২০ পাউন্ডের বেশি নোট এবং ৫০ পাউন্ডের ১১০ মিলিয়ন নোট এখনও জমা হতে বাকি আছে।
এই মাসে এখন পর্যন্ত পোস্ট অফিসের শাখাগুলোতে ১০০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ ২০ ও ৫০ পাউন্ডের নোট জমা হয়েছে।
কাল শুক্রবার ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট দিয়ে কোনো পণ্য বা সেবা কেনা না গেলেও পোস্ট অফিসে বা বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিজেদের এ্যাকাউন্টে জমা দেয়া যাবে।
নতুন ২০ পাউন্ডের পলিমার নোটে চিত্রশিল্পী জে এম ডব্লিউ টারনার-র ছবি থাকছে। ৫০ পাউন্ডের নতুন পলিমার নোটে থাকছে কোডব্রেকার বিজ্ঞানি এ্যালান টুরিং এর ছবি।