বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২২, ৩:২৬:১৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক, জাতিসংঘ ঘোষিত ২য় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় পরগনাবাজারস্থ ইমরান কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নরুল ইসলাম লুদাই, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেম্বার সেবুল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক রতন মনি দেব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রঞ্জন দেবনাথ, কার্যনির্বাহী সদস্য সাবেক মেম্বার জনাব আলা উদ্দিন, নজরুল ইসলাম ও কয়েছ আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, কামরান আহমদ, নানু মিয়া, ইসমাইল আলী, আবু আহমদ, মুসা মিয়া, দুলু মিয়া, দুবাই প্রবাসী জামাল আহমদ, মাছুম আহমদ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, আছাদ আহমদ, নজরুল আহমদ, টিপু আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ হোসেন, কাসিম আহমদ, সুহেদ আহমদ, সাজু আহমদ সহ বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।