সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৫:৩৯ অপরাহ্ন
লন্ডন অফিস: সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে। সংগঠনের সভাপতি আরমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুস্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান বিন্নুরী।
সভায় আগামী ৩০ নভেম্বর যুক্তরাজ্যস্হ সুনামগঞ্জের ব্যাবসায়ীদের সমন্বয়ে বিজনেস এওয়ার্ড অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি শাহ সানোয়ার হুসাইন, সহ সভাপতি ইন্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য ডঃ রুয়াব উদ্দীন, সিনিয়র সদস্য আতাউর রহমান, উপদেষ্টা শেখ ফারুক আহমেদ, উপদেষ্টা আমীর উদ্দীন মাস্টার, উপদেষ্টা ফজল উদ্দীন, সহ সভাপতি ফারুক মিয়া জিলু, সহ সভাপতি আনছার আহমেদ, সহ সভাপতি বদর উদ্দীন, সহ সভাপতি বদরুল চৌধুরী, যুগ্ন সম্পাদক মাসুক আহমেদ সরদার, আনোয়ার কামাল দুলাল, সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুল হক, ক্রীড়া সম্পাদক আলী আহমদ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মিজানুর রহমান, লিয়াকত আলী প্রমুখ।