মেয়র আরিফ চিকিৎসার জন্যে ব্যাংককের পথে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২২, ৫:৪০:০৩ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী সামা হক চৌধুরী।কয়েক সপ্তাহ ধরে আরিফুল হক অসুস্থ। ইতোমধ্যে তিনি তিনি সিলেট ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন।
আগামী ২ অক্টোবর (রোববার) তার দেশে ফেরার কথা রয়েছে।




