দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু মহালয়ার মধ্য দিয়ে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০:৩৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুভ মহালয়ার মধ্য দিয়ে।
রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হল। চণ্ডিপাঠের মধ্য দিয়ে আবাহন জানানো হল দুর্গতিনাশিনীকে। ১ অক্টোবর মূল পূজা শুরু হয়ে ৫ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব।
পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু আজ থেকে। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বছর ঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাপের বাড়ি।
পুরাণ মতে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। তখন দুর্গা দেবীর মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয়। প্রতিষ্ঠা পায় শুভশক্তি।
দুর্গতিনাশীনির আগমনে কাঁশবন ও আকাশ সেজেছে নতুন রূপে। সবধরনের অপশক্তি দূর হয়ে পৃথিবীজুড়ে বইবে শান্তির বাতাস, এমন প্রত্যশা সবার।
উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, উৎসবকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তার কথা জানায় পুলিশ।
গনেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলে-মেয়েকে নিয়ে এবার হাতির পিঠে চড়ে বাবার বাড়ি মর্তলোকে আসবেন দেবী দুর্গা, আর কৈলাশে ফিরে যাবেন নৌকাতে।




