নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সভা ৩০ সেপ্টেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬:৪৮ অপরাহ্ন
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সিলেট শহরের মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। সমিতির পক্ষ থেকে সভাপতি মনসুর আলী খান ও সাধারণ সম্পাদক মো. আবুল ফজল এ্যাডভোকেট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণপত্রে অনুরোধ জানানো হয়েছে।- বিজ্ঞপ্তি