সিলেটে যুবদল নেতা মকসুদ কারাগারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২২, ৬:৪৮:১৮ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, একটি নাশকতার মামলায় বুধবার দিবাগত চারটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মকসুদকে গ্রেফতার করে র্যাব-৯।
পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে বুধবার বিকেলে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ তৃণমূল যুবদল নেতাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আগে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।



