ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করছি: ইসি রাশেদা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম দিয়ে ভোট করবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। সাধারণ জনগণের মধ্যে ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে চেষ্টা করছি। এজন্য যা যা পদক্ষেপ নিতে হয়, আমরা পর্যায়ক্রমে নেব। ইভিএমে ফলাফল পাল্টে দেওয়ার কোনো সুযোগ নেই।
রোববার সকালে খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা আরও বলেন, আমরা সব দলকে নির্বাচনে আসার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। এটা জানাতেই থাকব। আমরা ইতোমধ্যে সংলাপ করেছি। যারা এসেছে তাদের সঙ্গে কথা বলেছি। যারা আসেনি আমরা নিশ্চিত, তারা আসবে। সংলাপের এখনও সময় আছে। আমরা আশাবাদী। আমরা সব সময়ই চাই সবাইকে নিয়ে প্রতিনিধিত্বমূলক সুন্দর একটা নির্বাচন হোক।
এ সময় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




