আয়নার সামনে মেয়েরা বেশিক্ষণ থাকে কেন?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সভ্য মানুষেরা আয়না আবিস্কার করে নিজেদের দেখে। আয়না নারী পুরুষ উভয়ই দেখে। অবশ্যই দেখার প্রয়োজন আছে।
কিন্তু মেয়েরা তাদের সাজগোজের জন্য বেশি দেরি করে। বলে আসছেন পুরুষরা এরকম। নিজে কোথায় যেতে হলে, ঝটপট তৈরি। কিন্তু যদি বউকে নিয়ে যেতে হয়! অমনি আপনার মুখ থেকে বের হবে, ‘এই জন্য তোমাদের সঙ্গে বাইরে যেতে ইচ্ছে করে না। এত সময় লাগাও!’
কথাটা ঠিক না ভুল, সেই বিতর্কে যাওয়ার দরকার নেই। কয়েক বছর আগে ব্রিটেন জুড়ে একটা সমীক্ষা চালানো হয়েছিল। আর তাতে উঠে এসেছে আসল তথ্য। জানেন কি মেয়েরা সাজগোজের জন্য একবার গড়ে ঠিক কতটা সময় নেন? ওই সমীক্ষার ফল অনুযায়ী সময়টা অন্তত ৪০ মিনিট!
মানে কি? মেয়েরা এক মাসের মধ্যে দুদিনের বেশি সময় আয়নার সামনেই কাটিয়ে দেয় নিজেকে সুন্দরী করে তুলতে। এভাবে তথ্য দিয়ে জীবনের সবথেকে কাছের সঙ্গীনীকে কথাটা বলতে পারেন। এর পর তিনি আপনার সঙ্গে কেমন অভিমান দেখাবেন, আপনিই জানেন।
কারণ কি? মেয়েরা যার যার সৌন্দর্যবোধ অনুযায়ী নিজেকে সুন্দর রাখতে চান বলে আয়নায় বেশি সময় দেন? সৌন্দর্যবোধের কাছে মেয়েদের দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে চায়। সাজের দিকটাতে খুব মনোযোগী মেয়েরা। তারা যেমন ফ্যাশনে দক্ষ হয়ে ওঠে তেমনি সাজ-গোজেও পটু হয়। দেশের প্রায় সব পার্লারই নারীদের আয়ত্তে। কিভাবে ত্বকের যত্ন নিতে হবে, কোন উপায়ে ত্বকটা সতেজ থাকবে, কোনটাতে ক্ষতি হবে এসব প্রশ্নের উত্তর সৌন্দর্যসচেতন মেয়েদের কাছে আছে।