অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই দেশের বাজারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮:৫৯ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক : কম্পিউটার, মানে ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য ভাল খবর। অত্যাধুনিক প্রযুক্তির পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসইউ) দেশের বাজারে এনেছে সুমাইয়া টেকনোলজিস লিমিটেড।
মডেল এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই। ডেস্কটপ পিসির অন্যতম গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশে রয়েছে অত্যাধুনিক সব ফিচার।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি উদ্বোধন করেন সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, এস্ট্রাম টেকনোলজিস বিডির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রশিদ চৌধুরী, সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা জাহান লিমা, ওম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট্রের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ, স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান আদনান আহমেদসহ সুমাইয়া টেকনোলজিসের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।
নতুন এই পাওয়ার সাপ্লাইটি সম্পর্কে সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশের বাজারে কম্পিউটার বা ডেস্কটপ পিসি ব্যবহারকারীদের জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে। এসব পাওয়ার সাপ্লাই ইউনিটের বেশিরভাগই নন-ব্র্যান্ডের। এগুলোর গায়ে হাই স্পেক লেখা থাকলেও প্রকৃতপক্ষে মিল থাকে না। এসবে উচ্চ ওয়াটের কনফিগারেশন উল্লেখ থাকলেও আসলে পাওয়ার সাপ্লাই দেয় অনেক কম। আবার ক্যাপসিটরও থাকে নিম্নমানের। পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে ধারণা না থাকায় অনেক ক্রেতাই নিম্নমানের এসব যন্ত্রাংশ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রেতাদের কথা মাথায় রেখে প্রচলিত এসব পিএসইউর থেকে আরেকটু ভিন্ন ও উন্নতমানের বিশেষ কিছু ফিচার নিয়ে তৈরি আমাদের এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি।
তিনি আরও বলেন, এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ কিছু ফিচার। এটি ৮০ প্লাস ইইউ স্ট্যান্ডার্ড সার্টিফাইড এবং হাই ৮৫% এফিশিয়েন্সি ৩৫০ ওয়াটের। এতে রয়েছে অ্যাকটিভ পিএফসিসম্পন্ন এই পিএসইউতে রয়েছে ১২০ মিলিমিটারের স্মার্ট থার্মাল কন্ট্রোল ফ্যান। আমাদের পিএসইউর বিশেষত্ব হলো এর লম্বা ক্যাবল, ক্যাবলে ফিউজ, মাদারবোর্ড, পাওয়ার অন-অফ সুইচ, কেচিং, গ্রাফিক্স কার্ডের চ্যানেল, বড় ফ্যান, সার্ভিস ওয়ারেন্টি এবং উন্নত দৃষ্টিনন্দন বক্স বা প্যাকেটি। বাজারের অন্য পাঁচটা পাওয়ার সাপ্লাই থেকে এটি গুণে ও মানে অনন্য হবে। দেশের আইটি বাজারে যেকোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে প্রতিযোগিতা করতে এটি সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
পণ্যটির জন্য দুই বছরের সার্ভিস ওয়্যারেন্টি দেয়া হবে।
‘এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই ইউনিটটি রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) সুমাইয়া টেকনোলজিসের দোকানে পাওয়া যাবে। দোকান নম্বর-৬৪৯, লেভেল-৬।
পাওয়ার সাপ্লাইটির মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।