প্রথম চালান : ভারতে গেল ৮ টন ইলিশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০১:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : এবারের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পরদিন প্রথম চালানে ৮ টন ইলিশ ভারতে গেছে। সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে চালানটি ভারতের পেট্রাপোল বন্দরে গিয়েছে।
কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন বলেন, বরিশালের মহিমা এন্টারপ্রাইজ সোমবার প্রথম ৮ টন ইলিশ ভারতে রপ্তানি করেছে। যার রপ্তানি মূল্য ৮০ হাজার মার্কিন ডলার। সিঅ্যান্ডএফ হিসেবে কাস্টমসে ডকুমেন্টস দাখিল করেছে মেসার্স জিও ট্রেন্স। মঙ্গলবার থেকে আরও বেশি পরিমাণে ইলিশ রপ্তানি হবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। আমদানিকারক এস আর ইন্টারন্যাশনাল ইলিশের প্রথম চালান বাংলাদেশ থেকে আমদানি করেছে।
এ বছর বাংলাদেশের ৪৯ জন রপ্তানিকারক ভারতে ২৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছেন। প্রত্যেক রপ্তানিকারক ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবেন। এবার প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে ১০ মার্কিন ডলার মূল্যে।
গত বছর সেপ্টেম্বর মাসে দুই দফায় ১১৫টি প্রতিষ্ঠানকে ভারতে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও মাত্র ১ হাজার ৪০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল।




