লন্ডনে বইমেলা শুরু আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১:৩৩:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস : লন্ডনে শুরু হচ্ছে আজ রোববার ৪ সেপ্টেম্বর থেকে দু’দিনব্যাপী ১০ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। সদ্য প্রয়াত বরণ্যে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী’র স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলা।
এবারের এ বই মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিতে প্রথম বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেন। ইউরোপ, আমেরিকা, বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এসে যোগ দিবেন এই বই মেলায়।
পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে রোববার দুপুর ২টা থেকে রাত ১১টা এবং ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বইমেলা।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সভাপতি কবি ময়নূর রহমান বাবুল বলেন, করোনাকালীন দুই বৎসরের বিরতির পর আমাদের এবারের বই মেলা, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর ও সর্বজনীন একটি মেলা আয়োজনের।
বাংলাদেশের ১৫টি স্বনামধন্য প্রকাশনা সংস্থা সরাসরি স্টল নিয়ে উপস্থিত থাকছে মেলায়। পাশাপাশি ছোট কাগজ ও কবি লেখকদের নিজস্ব বই ও বিভিন্ন প্রকাশনার বই সেখানে থাকবে। প্রবাসে আমাদের বই পিপাসীদের জন্য একটা সুবর্ণ সুযোগ পাশাপাশি পারস্পরিক যোগাযোগের একটি অপূর্ব সেতুবন্ধন হিসাবে কাজ করে এই মেলা।