মালয়েশিয়াতে রিলিজ হচ্ছে বাংলা সিনেমা ”দিন দ্যা ডে”
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩:৪৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়াতে রিলিজ হচ্ছে ”দিন দ্যা ডে” বাংলা সিনেমা। আগামি ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া ডে” উপলক্ষে একই সাথে বিভিন্ন প্রদেশে অফিসিয়ালি রিলিজ হচ্ছে “দিন দ্যা ডে” চলচ্চিত্র।
দিন দ্যা ডে’ সিনেমার মালয়েশিয়ার স্পন্সর কোম্পানি আরএমএইচ গ্লোবাল (এম) এসডিএন বিএইচডি’র পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ জানান চলচ্চিত্রটি মালয়েশিয়ায় প্রদর্শনের জন্য সব ধরনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। https://www.tgv.com.my/movies?type=comingsoon লিংকের মাধ্যমে এবং অনলাইনে প্রতিটি সিনিমা হলের অফিসিয়াল ওয়েবসাইট এবং এ্যাপে ৫ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকেট বুক করা যাবে।
কুয়ালালামপুর, সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং এর জিএসসি, টিজিভি,এমবিও, এলএফসি, এবং এমএমসিসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি রিলিজ হচ্ছে।
এ ছাড়া দিন দ্যা ডে সিনেমার লোকেশন এবং শো টাইম হল গুলোর নিজস্ব ওয়েব এবং এ্যাপে দেখা যাবে।
১৬ সেপ্টেম্বর ৫ টা ২০ এর শোতে দিন দ্যা ডে সিনেমার নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমায় এবং ১৮ সেপ্টেম্বর রবিবার ৫টা ২০ এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্সে এ দর্শকদের সাথে উপস্থিত থেকে সিনেমাটি দেখবেন।