যুক্তরাজ্য : মাহমুদের মৃত্যুদণ্ড কার্যকর করার ৭০ বছর পর সাউথ ওয়েলসের পুলিশ ক্ষমা চাইলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২, ৫:১৭:১৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ভুলভাবে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করার ৭০ বছর পর সাউথ ওয়েলসের পুলিশ ক্ষমা চেয়েছে।
মাহমুদ মাত্তান, লেখাপড়া না-জানা একজন ব্রিটিশ সোমালি এবং প্রাক্তন নাবিক। কার্ডিফে দোকানদার লিলি ভলপার্টকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে ১৯৫২ সালে ফাঁসি দেওয়া হয়েছিল তাকে।
১৯৯৮ সালে আপিল আদালতে বাতিল হওয়া প্রথম ফৌজদারি মামলা। পর্যালোচনা কমিশনের রেফারেল ছিল লোকটি দোষী সাব্যস্ত।
সাউথ ওয়েলস পুলিশ ক্ষমা চেয়েছে এবং প্রসিকিউশনকে ‘ত্রুটিপূর্ণ’ বলে স্বীকার করেছে।
প্রধান কনস্টেবল জেরেমি ভন বলেন, ‘এটি সে সময়ের একটি মামলা, যখন বর্ণবাদ, পক্ষপাত এবং কুসংস্কার ফৌজদারি বিচার ব্যবস্থা সমাজে ব্যপকভাবে ছিল।’
তিনি আরও বলেন ‘এতে কোন সন্দেহ নেই যে মাহমুদ মাত্তান একটি ত্রুটিপূর্ণ বিচারের শিকার হয়েছিলেন, যার মধ্যে পুলিশিং স্পষ্টতই একটি অংশ ছিল।
মাত্তান পরিবার ২০০১ সালে হোম অফিস থেকে ক্ষতিপূরণ পেয়েছিল কিন্তু পুলিশ বাহিনীর কাছ থেকে কখনও ক্ষমা চাওয়া হয়নি আজকের পূর্ব পর্যন্ত। সূত্র: বিবিসি