কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১:৩৫:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুরস্থ (ছলিমগঞ্জ) তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দাতা সদস্য রুনা বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী হাসান কাওসার চৌধুরী শিপন, সাবেক এনএইচএস কর্মকর্তা নাদিরা চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, বড়লেখা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মকদ্দছ আলী, প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক মোশাহীদ আলী, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত, শিক্ষক জায়েদা বেগম, ম্যনেজিং কমিটির সদস্য আব্দুর রব শামীম, ইউপি সদস্য তোফাজ্জল চৌধুরী শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে দাতা পরিবারের সদস্য, সাংবাদিক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা তৌহিদুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বিদ্যালয়ের জন্য শুভকামনা এবং সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। মফস্বল এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকাবাসী অনেক উপকৃত হওয়ায় অতিথিবৃন্দ প্রতিষ্ঠাতা পরিবারকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠিত তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ এত দ্রুত এগিয়ে যাওয়ায় এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়টি কমলগঞ্জের একমাত্র মাধ্যমিক পর্যায়ের বালিকা স্কুল যেখানে ছাত্রীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, বই বিতরণ, ফ্রি স্কুল ড্রেস প্রদান, গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।
আলোচনা সভার পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি


