আখেরি চাহার শোম্বা ২১ সেপ্টেম্বর বুধবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২, ৮:১৪:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : আগামী ২১ সেপ্টেম্বর (বুধবার, ২৪ সফর) আখেরি চাহার শোম্বা পালিত হবে। গত রবিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাহাবিদের খুশির দিন আখেরি চাহার শোম্বা
আখেরি চাহার শোম্বা হলো ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্মরণীয় দিন। ১১ হিজরির শুরুতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রাসুল মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। অবশেষে সফর মাসের শেষ বুধবার বা ২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। এই দিন সুস্থবোধ করায় রাসুলুল্লাহ (সা.) মা আয়েশা সিদ্দিকা রা. গোসল করান এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন।
মদিনার মুসলমানেরা এই খবরে আনন্দ-খুশিতে আত্মহারা হয়ে পড়েন এবং দলে দলে নবীজীকে একনজর দেখতে মসজিদে নববীতে জড়ো হন। সবাই যার যার সাধ্যমতো দান-সাদকা করেন এবং শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন। অনেক সাহাবি খুশি হয়ে তাদের দাস মুক্ত করে দেন, কেউ অর্থ বা উট দান করেন। মুসলিম উম্মাহ আজও দান খয়রাত ও নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
আখেরি চাহার শোম্বা আরবি ও ফার্সি মিশ্রিত তিন শব্দ। এর আরবি অংশ আখের, যার অর্থ ‘শেষ’ এবং ফার্সি অংশ ‘চাহার শোম্বা’, যার অর্থ ‘বুধবার’। তিন শব্দের কথাটির অর্থ ‘শেষ বুধবার’। বাংলাদেশে আগামী ২১ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।