সত্যতা মেলেনি মোদির ‘সত্যাগ্রহ’ ও জেলে যাওয়ার দাবির (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫:৫৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে ‘সত্যাগ্রহ’ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জেলে যাওয়ার দাবির সত্যতা পায়নি দ্য ওয়ার (the wire)।
বুধবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যমটি এ খবর জানায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামের সংবাদমাধ্যম দ্যা ওয়ার-র বরাতে জানিয়েছে- ‘the claim has not found its ground’ ।
দ্য ওয়ার জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ঢাকা সফরকালে নরেন্দ্র মোদি দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ কারণে তাঁকে জেলেও যেতে হয়েছিল। এ নিয়ে দ্য ওয়ার তথ্য পেতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করে। কিন্তু মোদির এ ধরনের দাবির সমর্থনে তারা কোনো তথ্য পাননি।
ঢাকা সফরকালে নরেন্দ্র মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে তিনি বলেন, ‘আমি তখন ২০-২২ বছরের যুবক। কয়েকজন সহকর্মীকে নিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে সত্যাগ্রহ করি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে পাঠানো হয়েছিল।’
‘সত্যগ্রহ’ হলো অহিংস পন্থায় আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী দেশটিতে ব্রিটিশ শাসনের বিরোধিতায় ‘সত্যাগ্রহ’ করেছিলেন।
বাংলাদেশে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই বক্তব্যের ভিডিও ক্লিপ নিচে-
बांग्लादेश की आजादी के संघर्ष में शामिल होना, मेरे जीवन के पहले आंदोलनों में से एक था।
मैंने और मेरे साथियों ने बांग्लादेश के लोगों की आजादी के लिए सत्याग्रह किया था।
बांग्लादेश की आजादी के लिए जितनी तड़प इधर थी उतनी ही तड़प उधर भी थी।
– पीएम @narendramodi pic.twitter.com/z9mU4FGQ2D
— BJP (@BJP4India) March 26, 2021