মিশিগানের বাংলা টাউনে শেষ হল ২১তম নর্থ আমেরিকান বাংলাদেশী ফেস্টিভ্যাল ২০২২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২, ৬:৪০:২৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্র মিশিগানের বাংলা টাউনে জমজমাটভাবে শেষ হলো ২১তম নর্থ আমেরিকান বাংলাদেশী ফেস্টিভ্যাল ২০২২।
৩ দিনব্যাপী এই মেলা শুরু হয় শুক্রবার। শনি এবং রোববার সাপ্তাহিক ছুটির কারণে দর্শনার্থীদের ঢল নামে মেলায়। করোনার কারণে এই রকম মেলা আয়োজন হয়নি প্রায় ৩ বছর সেই কারণে মানুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এবারের মেলাতে ছিল হরেক রকম পণ্যের সমারোহ, জুয়েলারিসহ ছিল মাটির তৈরির জিনিসপত্র। তবে মজাদার খাবারের ষ্টল ছিল বেশি। এছাড়া আকর্ষণীয় রাফেল ড্র-তে গাড়ি ছিল ১ম পুরস্কার সৌজন্যে Bengal Auto Seles LLC, ২য় পুরস্কার ডেট্রয়েট ঢাকা ডেট্রয়েট প্লেন টিকেট সৌজন্যে Conant international Travel এছাড়া ছিলো আকর্ষণীয় সব পুরস্কার।
মেলাতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন হ্যামট্রামক সিটির মেয়র আমির গালিব, ডেট্রয়েট সিটি কাউন্সিলম্যান স্কট বেনসন বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং অফিসিয়াল ডেলিগেটসরা।
২১তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের আয়োজকরা বলেন বাঙালি কৃষ্টি-কালচার আমাদের ছেলে মেয়ে এবং বিদেশে বসবাসরত নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই ফেস্টিভ্যালের মুল উদ্দেশ্য এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
মেলার আয়োজক কমিটিতে ছিলেন আকিকুল হক শামীম, সায়েফ খান, মোহাম্মদ মুর্শেদ আহমেদ, খালেদ হোসেন, সৈয়দ রায়হান হোসেন, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী সহ অনেকে।
মেলার আয়োজক কমিটি ২১তম নর্থ আমেরিকান বাংলাদেশী ফেস্টিভ্যাল ২০২২ সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন এবং স্পনসর করেছেন মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান।
মেলাতে মনোমুগ্ধকর গানে গানে দর্শক মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, নীলিমা শশী, শাহ মাহবুব।