যুক্তরাষ্ট্রের দুই শহরে এলোপাতাড়ি গুলি : নিহত ৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২২, ১:০৭:৫০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টোন শহরে এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহত হয়েছেন। গতকাল ২৮ আগস্ট রোববার এসব ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেন, এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। নিহতদের একজন পুরুষ ও দুইজন নারী। তাদের গুলি করা হয়েছে বিভিন্ন জায়গায়। একজন বাসের মধ্যে ছিলেন, অপরজন কুকুরের সঙ্গে হাঁটছিলেন এবং অপরজন ছিলেন রাস্তায়। আর আহত ব্যক্তি গাড়ি থেকে হামলাকারীকে থামানোর চেষ্টার সময় গুলিবিদ্ধ হন। তাকে একবার গুলি করা হয়েছে।
হোয়াইট বলেন, এ গুলির ঘটনা ছিল খুবই এলোমেলো।
একইদিনে টেক্সাসের শহর হিউস্টোনেও গুলিতে তিনজন নিহত হন।
হিউস্টোনের পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেন, হামলাকারী বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং অপেক্ষা করতে থাকে কখন সেসব বাড়ি থেকে লোকজন বের হবে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওপর সে গুলি চালায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে ওয়াশিংটনে এক ফুটবল খেলোয়াড় গুলিবিদ্ধ হয়েছে। তবে তার অবস্থা স্বাভাবিক রয়েছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা নতুন কিছু নয়। দেশটিতে হরহামেশাই ঘটে থাকে এলোপাতাড়ি গুলির ঘটনা। যেসব হামলায় প্রাণহানির ঘটনাও বাড়ছে আশঙ্কাজনক হারে।




