বিশ্বনাথের রামপাশায় ১০০ বন্যার্তদের অর্থ-সহায়তা দিয়েছে ওয়ান পাউন্ড হসপিটাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২২, ১২:০৭:৫৮ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ‘ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় রামপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নগদ এই অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুুনু মিয়া।
তাঁর বক্তব্যে তিনি বলেন, যে কোন দুর্যোগে বিশ্বনাথের প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন। করোনাকালীন সময়ে নিজেরা ঘরবন্ধি থেকেও তারা ব্যাপক সহযোগিতা করেছেন। এবারের ভয়াবহ বন্যায়ও বিশ্বনাথের সর্বস্থরের প্রবাসীরা বিশ্বনাথের অসহায় বন্যার্ত মানুষদের সহযোগিতা করেছেন। অসহায় বন্যার্তদের মধ্যে প্রবাসীদের এই সহযোগিতা এখনও অব্যাহত আছে।
‘ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাস্টি কবি শাহ সোহেল আমিনের সভাপতিত্বে ও চিফ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ‘ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাস্টি ও ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের কো-অর্ডিনেটর বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সভাপতি তজম্মুল আলী রাজু। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, রামপামা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের, আবুল কাশেম, মিনা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদ খান আতা, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া।-বিজ্ঞপ্তি



