ওসমানীনগরের সেই তিন যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু একটি দুর্ঘটনা : পুলিশ সুপার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ৮:৫৬:৫৩ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় ৩ জন যুক্তরাজ্য প্রবাসীর মরদেহে রাসায়নিক বা বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। এটি একটা দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিলেটের বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি আরও বলেন, দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে যে, এটি একটি দুর্ঘটনা। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও আশেপাশের সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দু-এক দিনের মধ্যে ভিসেরা রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে জানিয়ে পুলিশ সুপার বলেন, জেনেরেটরের ধোঁয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৬ জুলাই সিলেটের ওসমানী নগরে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৫ সদস্যকে।
হাসপাতালে নেওয়ার পর গৃহকর্তা রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর এগারোদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে সাদিয়া ইসলাম।




