জাতীয় নির্বাচনে ইভিএম কতটি আসনে, সিদ্ধান্ত বিকেলে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ১২:৪২:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কিনা, কিংবা কত আসনে ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। ইসি সূত্রে জানা যায়, এদিনের সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়েও আলোচনা হবে। এ নিয়ে রোববার (২১ আগস্ট) নির্বাচন কমিশনার মো. আলমগীর ইসি ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে, তবে কত আসনে হবে সে সিদ্ধান্ত আমরা এখনও নিতে পারিনি। আলোচনা করছি। এই মুহুর্তে ৭০ থেকে ৮০ আসনে ভোট করার সক্ষমতা আছে। আমরা কতগুলোতে পারবো সেই সক্ষমতার ওপর নির্ভর করবে।




