প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : গোলাপগঞ্জে যুবদলকর্মী গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ১২:৩৩:০৪ অপরাহ্ন
সিলেট অফিস: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগে গোলাপগঞ্জে ছইফ উদ্দিন বাদশা নামের এক যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছইফ উদ্দিন বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর ছেলে। বাদশা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
জানা যায়, ছইফ উদ্দিন বাদশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্য ব্যবহার করে তার নামীয় (Badsha Ahmed) ফেইসবুক আইডি থেকে প্রচার করে। বিষয়টি এলাকার আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের নজরে আসলে বিষয়টি তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। এরপর রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আসামিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’




