সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠনের আত্মপ্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ১২:৫০:৪৩ অপরাহ্ন
সিলটস্থ দুধরচক ঐক্য সংগঠন এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত ১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ হোটেল কোরাইশীতে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী কে সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি মালেক আহমদ ও শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ফখরুল ইসলাম তালুকদার মনোনীত করা হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটির গঠনের লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী মিটিং এর সিদ্ধান্ত সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।