সেনা মোতায়েনের প্রস্তাব যৌক্তিক মনে করে ইসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২২, ৯:৩৪:২৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: গত জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা করে দশটি মতামত আমলে নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।
সংলাপে অংশ নেওয়া ২৮টি দল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠিয়েছে ইসি। সব দলের ভোটে অংশগ্রহণ, নির্বাচনকালীন সরকার, ইভিএম, সেনা মোতায়েনসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা পেয়েছিল কমিশন, তা পর্যালোচনা করে দশ বিষয়ে মতামত তুলে ধরেছে কমিশন।
সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত সারসংক্ষেপ নিবন্ধিত ২৮টি দল, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শীর্ষ কর্মকর্তা-সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
ভোটে অংশগ্রহণ, ইভিএম, আইনশৃঙ্খলা ও নির্বাচনকালীন সরকার- অন্যতম এ ৪টি বিষয়ে ইসির অবস্থানের মধ্যে রয়েছে; দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইলেও যেকোনও দলকে নির্বাচনে অংশ নিতে ইসি বাধ্য করতে পারে না। এ ছাড়া সে ধরনের কোনও প্রয়াস নেবে না ইসি।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক বাহিনীর সদস্যদের সংখ্যা অপ্রতুল হতে পারে। এ কারণে সেনা মোতায়েনের প্রস্তাবটি যৌক্তিক মনে করে ইসি।
ইভিএম ব্যবহারের পক্ষে নিয়ে দলগুলোয় আপত্তি ও সমর্থন দুই রয়েছে। সার্বিক বিষয়ে এখনও স্থির কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। রাজনৈতিক দল ছাড়াও পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণ করে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি ভিন্নভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হবে।



