চা শ্রমিকের খাবার: গমের সমান চাল চায় টি অ্যাসোসিয়েশন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ২:৩৯:৪২ অপরাহ্ন
সরকারের কাছ থেকে প্রতি কেজি গম ১৪ টাকায় ও চাল ২৮ টাকায় কেনে
অনুপম নিউজ ডেস্ক: চা বাগানের শ্রমিকদের ২ টাকা কেজি দরে গম বা চাল দিয়ে থাকে বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন।
এই গম বা চাল সরকারের কাছ থেকে কম দামে কিনে শ্রমিকদের সরবরাহ করে সংগঠনটি। চা শ্রমিকদের পছন্দ ও দাম বিবেচনায় এতদিন বেশিরভাগ ক্ষেত্রে গমই দেওয়া হয়েছে।
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং সংগ্রহ জটিলতার কারণে চলতি অর্থবছরে গমের পরিবর্তে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি গমের পরিবর্তে টি অ্যাসোসিয়েশনকে ৮০০ গ্রাম করে চাল সরবরাহ করা হচ্ছে। এতে চাহিদা অনুযায়ী চাল পাচ্ছে না সংগঠনটি।
এ অবস্থায় গমের সমপরিমাণ চাল সরবরাহ করার জন্য খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে টি অ্যাসোসিয়েশন। সম্প্রতি খাদ্য সচিবকে লেখা চিঠিতে এ অনুরোধ জানান সংগঠনের চেয়ারম্যান এম শাহ আলম।
চিঠিতে তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছর থেকে চা শ্রমিকদের জন্য সরকার প্রতি মাসে ১ হাজার ৮০০ টন গম দিয়ে আসছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, গমের পরিবর্তে শুধু চাল নিলে এর পরিমাণ নেমে আসে ১ হাজার ৪৪০ টনে। যা দিয়ে ১ লাখ ১৫ হাজার শ্রমিকের রেশন দেওয়া সম্ভব হচ্ছে না। বাকি চাল বাজার থেকে কিনে দিতে হচ্ছে। এতে যে ভর্তুকি দিতে হচ্ছে, তা সংগঠনের সাধ্যের বাইরে। তাই অ্যাসোসিয়েশনকে ১ হাজার ৮০০ টন গম অথবা সমপরিমাণ চাল দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সরকারের কাছ থেকে প্রতি কেজি গম ১৪ টাকায় ও চাল ২৮ টাকায় কেনে টি অ্যাসোসিয়েশন।




